প্রায় আধাঘণ্টা ধরে গুলি বিনিময় শেষে ঘটনাস্থল থেকে বনদস্যুদের ব্যবহৃত ১টি নৌকা ও ২টি মোবাইল সিম উদ্ধার করে স্মার্টটিমের সদস্যরা।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান জানান, সুন্দরবন ও সুন্দরবনের সম্পদ রক্ষার্থে বনবিভাগের সদস্যদের সমন্বয়ে গঠিত স্মার্ট টিম বনের গভীরে নিয়মিত টহল দেয়।
এসময় বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে স্মার্ট টিমের সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। বনদস্যুরা পালিয়ে যায়, পরে ঘটনাস্থল থেকে বনদস্যুদের ব্যবহৃত ১টি নৌকা ও ২টি মোবাইল সিম উদ্ধার করা হয় বলেও যোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এমআরএম/এসআইএস