আর শুধু উত্তরার ভেতরে সার্কুলার রুট আকারে আরেকটি সেবা শুরু হচ্ছে। এছাড়া অফিস যাত্রীদের সেবায় খিলক্ষেত থেকে মতিঝিল রুটে নামছে আরও বাস।
রোববার ( ২৫ মার্চ ) এ তিন ধরনের 'বিশেষ বাস সার্ভিস' চালু করবে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি । সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব সার্ভিসের উদ্বোধন করবেন।
বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূইয়া বাংলানিউজকে জানান, উত্তরায় সার্কুলার বাস, সদরঘাট থেকে ঢাকার তিন দিকে ৩টি বাস এবং খিলক্ষেত থেকে মতিঝিলে অফিস যাত্রীসেবা বাস চালু করছে বিআরটিসি।
প্রতিদিন সকালে অফিসগামী যাত্রীদের ব্যাপক ভিড় হয় খিলক্ষেত মোড়ে। সময়মতো বাস না পেয়ে ভোগান্তিতে পড়েন কয়েক’শ যাত্রী। তাদের সেবার জন্য বিআরটিসির ৩টি ডাবল ডেকার বাস এখন থেকে চলবে।
আর উত্তরার দিয়াবাড়ি থেকে মাসকট প্লাজা হয়ে জসিম উদ্দিন মোড় ঘুরে বিভিন্ন সেক্টরে চলবে বিআরটিসির বাস। এর ফলে উত্তরার এসব এলাকায় সহজে যাতায়াত করতে পারবেন স্থানীয়রা। সার্কুলার আকারে এ বাস উত্তরায় চলতে থাকবে।
এদিকে ভোরের লঞ্চের যাত্রীদের নিয়ে সদরঘাট থেকে একটি বাস গাবতলীর দিকে আরেকটি উত্তরা আব্দুল্লাপুরের দিকে অন্যটি যাত্রাবাড়ি 'চিটাগাং রুট' পর্যন্ত যাবে। বিআরটিসি উষা সার্ভিস নামে এ ৩ বাস নামাচ্ছে।
৭ মাস আগে দুদক মহাপরিচালক থেকে বিআরটিসি চেয়ারম্যান হিসেবে যোগ দেন ফরিদ আহমদ ভুঁইয়া। দীর্ঘদিন অনিয়মের জালে আটকে পড়া বিআরটিসিকে অল্প সময়ে উদ্ধারে তার তৎপরতা চোখে পড়ার মতো।
বিশেষ করে ডিপোতে ফেলে রাখা নষ্ট বাস মেরামত করে আবার সড়কে নামানো। লাভজনক নতুন বাস রুট চালুসহ বিভিন্ন মনিটরিং চালু করে সরকারি পরিবহন সেবা সংস্থাটি।
বিআরটিসি সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালেয়ের অধীনে। এ মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিআরটিসিতে পরিবর্তন আনতে নতুন চেয়ারম্যানকে আনা হয়েছে।
অভিযোগ ছিল, সারাদেশে বিআরটিসির ২০টিরও বেশি ডিপো নিয়ে। অর্থ আত্মসাৎ , বাসের ট্রিপ চুরির কারণে বছরের পর বছর লোকসান দেখানো হতো এসব ডিপোতে।
যোগদানের পর থেকে মনিটরিং বাড়িয়ে এ অবস্থা থেকে উত্তরণের চেষ্টা শুরু করেন ফরিদ আহমেদ ভুইয়া। আইপি ক্যামেরায় নজরদারি শুরু হয় ডিপোগুলোতে। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিনের টাকা প্রতিদিন জমা নেয়ার ব্যবস্থাও চালু করেন তিনি।
এভাবে লোকসান থেকে লাভে বিআরটিসিকে আনতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন চেয়ারম্যান।
নতুন আরও সেবা চালুর ইঙ্গিত দিয়ে ফরিদ আহমেদ ভুইয়া বাংলানিউজকে বলেন, উত্তরা মতিঝিলের এসি বাসগুলোকে প্রিমিয়াম সেবা যোগ করা হবে। প্রতিটি বাসে ডিজিটাল ডিসপ্লেসহ অত্যাধুনিক সেবা যোগ সংযুক্ত থাকবে।
বাংলাদেশ সময় ০০৪৪ ঘন্টা, মার্চ ২৫, ২০১৮
এসএ/এসআইএস