ময়মনসিংহের ভালুকায় মাদকাসক্ত ছেলের হাতে বৃদ্ধা মা খুন
ময়মনসিংহ: নেশার টাকা না পেয়ে বৃদ্ধা মা আম্বিয়া খাতুনকে গলা কেটে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে এমদাদুল হক (২৬)। শনিবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, মাদকাসক্ত ছেলে এমদাদুল নেশার টাকার জন্য প্রায়ই তার পরিবারের লোকজনকে মারধর করতো। এদিন ধারালো ছুরি দিয়ে তার শয্যাশায়ী মাকে গলা কেটে হত্যা করে।
মাকে খুন করার পর তার বাবাকে খুন করার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর-রশিদ বাংলানিউজকে জানান, ওই মাদকাসক্তকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময় ০৪১৭ ঘন্টা, মার্চ ২৫, ২০১৮
এমএএএম/আরএম/এসআইএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।