রবিবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে কয়েকজন ব্যক্তি ময়মনসিংহ ভালুকা থেকে দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসে।
ঢাকা মেডিকেল পুলিশ বক্স (এসআই) বাচ্চু মিয়া জানান, ভালুকায় একটি বাড়িতে বিস্ফারণের ঘটনায় দগ্ধ শাহীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান, দগ্ধ সাহিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে রুবেল ও সোহেল রানা নামে দুই যুবক। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
দগ্ধ শাহীনের বরাত দিয়ে বার্ন ইউনিটে একটি সূত্র জানান, তার বাড়ি সিরাজগঞ্জ শাহাজাদপুরে। তিনি খুলনা থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষা দিয়ে ভালুকায় একটি সার্ভিস সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছিলেন। ঘটনার ব্যাপারে তিনি কিছুই জানাতে পারেননি।
ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি ৬ তলা ভবনের ৩ তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে একজন মারা গেছেন।
শনিবার (২৪ মার্চ) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ পুরো বাড়িটির চারপাশ ঘিরে রেখেছে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসান বাংলানিউজকে জানান, বিস্ফোরণে ওই ভবনের ৩ তলার দেয়াল ভেঙে পড়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, এটি জঙ্গি আস্তানা কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সদস্যরা ভবনের চারপাশে অবস্থান নিয়েছেন।
তিনি জানান, ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা আসার পর জঙ্গি আস্তানা কিনা তা নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৮
এজেডএস/আরএম/এসআইএস