ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কদমতলীতে ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কাটলো স্বামী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
কদমতলীতে ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কাটলো স্বামী .

ঢাকা: রাজধানীর কদমতলীর খোরশেদ আলী সরদার রোডে একটি বাসায় স্বামী মহিন ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী সুমি আক্তারের (২৮) পায়ের রগ কেটে দিয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। আহত সুমিকে শ্যামলীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৪ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। পরে আহত গৃহবধূ সুমির পিতা জাকির হোসেন তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত সুমির পিতা জাকির হোসেন জানান, মহিনকে   গত ৫ বছর আগে তার মেয়ে ভালবেসে বিয়ে করে। বিয়ের কিছুদিন তার মেয়ে সুমি ভালো ছিল। পরে তার স্বামী মহিন মাদক আশক্ত হয়ে পরে। মাদকসহ নানা কারণে ঘুমন্ত অবস্থায় রাতে সুমির বাম পায়ে গোড়ালির উপরে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে ফেলে। পরে তার স্বামী মহিন পালিয়ে যায়।

সুমিদের বাসার পাশেই থাকে জাকির হোসেন। ঘটনার সময় মেয়ের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যান। মেয়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকার কারনে বিস্তারিত জানাতে পারেননি জাকির হোসেন।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, বিস্তারিত খোজ খবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৮
এজেডএস/আরএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।