ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ফনী ভূষণ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সোমবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
ফনী ভূষণ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সোমবার

ঢাকা: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য ও মুক্তিযোদ্ধা ফনী ভূষণ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সোমবার (২৬ মার্চ)।

এ উপলক্ষে ওইদিন সুনামগঞ্জ জেলার ছাতক থানার কালিবাড়ি এলাকায় প্রয়াতের নিজ বাসভবনে এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের বারদীস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং ভোগের আয়োজন করা হয়েছে।

প্রয়াতের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী, শুভানুধ্যায়ীদের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে ২০১৬ সালের ২৬শে মার্চ ফনী ভূষণ চৌধুরী দুরারোগ্য রক্তের ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পরলোক গমন করেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।