শনিবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক এমপি এসব বিতরণ করেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, পৌর মেয়র মাসুদ পারভেজ, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা প্রমুখ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ ২২৬ বান্ডিল ঢেউটিন ও প্রতিবারের জন্য ৩ হাজার করে মোট নগদ ৬ লাখ ৭৮ হাজার টাকা বিতরণ কারা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
আরবি/