ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে দরিদ্রদের মধ্যে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
মধুপুরে দরিদ্রদের মধ্যে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ দরিদ্রদের মধ্যে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করছেন ড. আবদুর রাজ্জাক এমপি

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে দরিদ্র ও অসহায় ২২৬ পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক এমপি এসব বিতরণ করেন।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, পৌর মেয়র মাসুদ পারভেজ, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা প্রমুখ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ ২২৬ বান্ডিল ঢেউটিন ও প্রতিবারের জন্য ৩ হাজার করে মোট নগদ ৬ লাখ ৭৮ হাজার টাকা বিতরণ কারা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।