রোববার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের চকপলাশী গ্রামের হায়দার আলীর কলাবাগান থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের নাম জাহাঙ্গীর হোসেন (৩৫)।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ বাংলানিউজকে জানান, শনিবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত ৮টার দিকে বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হন জাহাঙ্গীর। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। রোববার সকাল থেকে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করেন। পরে খবর পেয়ে তারা জিউপাড়া ইউনিয়নের চকপলাশী গ্রামের হাদার আলীর কলাবাগানে যান। এ সময় হাত ও মুখ বাঁধা অবস্থায় জাহাঙ্গীরের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি আরও জানান, নিহত জাহাঙ্গীরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া জাহাঙ্গীরের লুঙ্গি ছিড়ে দুর্বৃত্তরা তার মুখ ও হাত বেঁধে রেখেছিল। ওই অবস্থাতেই মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর ভ্যানটি নিয়ে মরদেহটি কলাবাগানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতন্তের জন্য দুপুরের মধ্যেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুঠিয়া থানার এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮, আপডেট: ১১২৩ ঘণ্টা
এসএস/আরবি/