খবর পেয়ে শনিবার (১ সেপ্টেম্বর) দিনগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল বাংলানিউজকে জানান, শনিবার দিনগত রাত ১০টার দিকে জুনেদ তার কর্মস্থল টঙ্গীর মরকুনে পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে ডিউটিতে যান।
‘ওই সময় একটি গুলির শব্দ শুনে তার সহকর্মীরা সেখানে ছুটে গিয়ে দেখেন জুনেদের গুলিবিদ্ধ মরদেহ পড়ে রয়েছে। জুনেদ তার নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ’
খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ০২ সেপ্টেম্বর, ২০১৮
আরএস/আরবি