ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতাহার আলীর (৪০) মৃত্যু হয়েছে।

রোববার (০২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লটাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাহার আলী ওই গ্রামের মৃত জসমত আলীর ছেলে।

ইটালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে আতাহার আলীর বাড়িতে বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দেয়। এসময় তিনি নিজেই বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আতাহার আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, ইটালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম,  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেদার হায়াত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।