ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৮

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৪৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ডিএমপির থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে ৪৮ জনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ১৫ পিস ইয়াবা, ১ কেজি ১০৩ গ্রাম হেরোইন, ৬০০ গ্রাম গাঁজা, ৩৫ বোতল ফেনসিডিল, ৫২টি নেশা জাতীয় ইনজেকশন ও ১ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।