রোববার (২ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ডিএমপির থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে ৪৮ জনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ১৫ পিস ইয়াবা, ১ কেজি ১০৩ গ্রাম হেরোইন, ৬০০ গ্রাম গাঁজা, ৩৫ বোতল ফেনসিডিল, ৫২টি নেশা জাতীয় ইনজেকশন ও ১ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
পিএম/আরবি/