ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

রংপুর: রংপুর শহরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় কমপক্ষে আরও ২৪ জন আহত হয়েছেন। 

 

রোববার (২ সেপ্টেম্বর)  শহরের সিও বাজার এলাকায় আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন-গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের রোকসানা (১৮), আজমুন (৪৫ ) ও পঞ্চগড় জেলার শিশু শাহীন (৮) ।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে রংপুর থেকে পঞ্চগড়গামী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা অন্য একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৪ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।  

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ বলেন, আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি।  

বাংলাদেশ সময়:  ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮/আপডেট: ১৪৪০ ঘণ্টা
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।