রোববার (২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে। মিনু মুন্সিগঞ্জের উত্তর কামারগাঁও এলাকার আব্দুস সামাদের স্ত্রী।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ বাংলানিউজকে জানান, সকালে পুল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মিনু। এসময় আদমজী ইপিজেডের শ্রমিকদের বহনকারী একটি বাস পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
আরবি/