বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বের করা বর্ণাঢ্য শোভাযাত্রাটি সাহেব বাজার জিরোপয়েন্ট ও কুমারপাড়া হয়ে বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রাজশাহী মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার আগে সাহেব বাজার হুনুমানজিউর আখড়ায় পথসভা হয়।
শোভাযাত্রায় অংশ নেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, মহানগর পুলিশের উপ-কমিশনার আমীর জাফর, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অনীল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক বিমল কুমার সরকার, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পারিষদের সাধারণ সম্পাদ শ্যামল কুমার ঘোষ, মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক ও পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক আলোক কুমার দাস।
এছাড়া শোভাযাত্রায় মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের অন্য নেতাসহ হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশুরা অংশ নেয়।
বিশাল এ শোভাযাত্রা শেষে মঙ্গল আরতির আলোকচ্ছটা, পদাবলী কীর্তনের সুর, আর আনন্দ শোভাযাত্রায় কৃষ্ণ কৃষ্ণ নাম সংকীর্তনে মেতে ওঠেন কৃষ্ণ ভক্তরা। দুঃখ-জরা-ব্যাধি থেকে মুক্ত হোক জীবন, শুদ্ধ হোক অন্তরাত্মা, অপার্থিব আনন্দলোকের মঙ্গলধ্বনিতে স্নাত হোক পৃথিবী- এমনটাই প্রার্থনা করেন ভক্তকুল।
এদিকে, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ মহানগর এলাকায় আজ পূজা-অর্চনাসহ বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করছেন।
এর মধ্যে উল্ল্যেখযোগ্য হচ্ছে- কৃষ্ণপূজা ও পুষ্পাঞ্জলি প্রদান, স্লাইড শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, ভজন, গীতা পাঠ প্রতিযোগিতা ইত্যাদি।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এসএস/এএ