ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নদী হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
সাংবাদিক নদী হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ: পাবনার সাংবাদিক সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে সাংবাদিকরা।

রোববার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, সাবেক সভাপতি মতিউর রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

মানববন্ধনে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এরসঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
কেএসএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।