ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে টিনের চাল থেকে পড়ে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
শ্রীপুরে টিনের চাল থেকে পড়ে নারীর মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরারচালা এলাকায় টিনের চাল থেকে পড়ে নুরজাহান (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নুরজাহান ওই এলাকার আবু সাঈদের স্ত্রী।

নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, সকালে মরিচ শুকাতে ঘরের টিনের চালে ওঠেন নুরজাহান। একপর্যায়ে তিনি চাল থেকে মাটিতে পড়ে যান। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে উন্নত চিকি‍ৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রথমে ধারণা করা হয়েছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন তিনি। পরে ঘরের চাল পরীক্ষা করে দেখা হয়, ওই ঘরের চালে বিদ্যুৎ ছিল না। নিহত নুরজাহান উচ্চ রক্তচাপের রোগী ছিলেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জেবিন নাহার বাংলানিউজকে বলেন, সকালে নুরজাহানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মৃত্যুর কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।