রোববার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নুরজাহান ওই এলাকার আবু সাঈদের স্ত্রী।
নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, সকালে মরিচ শুকাতে ঘরের টিনের চালে ওঠেন নুরজাহান। একপর্যায়ে তিনি চাল থেকে মাটিতে পড়ে যান। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রথমে ধারণা করা হয়েছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন তিনি। পরে ঘরের চাল পরীক্ষা করে দেখা হয়, ওই ঘরের চালে বিদ্যুৎ ছিল না। নিহত নুরজাহান উচ্চ রক্তচাপের রোগী ছিলেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জেবিন নাহার বাংলানিউজকে বলেন, সকালে নুরজাহানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মৃত্যুর কারণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
আরএস/আরবি/