রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (১ সেপ্টেম্বর) রাতে গোপালপুর পৌরসভার কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবাসহ শফিকুল নামে এক যুবককে আটক করে পুলিশ।
গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক সানা বাংলানিউজকে বলেন, ‘নিরীহ মসলা মিলের মালিক শফিকুলকে পুলিশ গ্রেফতার করে। সকালে তার স্বজনরা গোপালপুর থানায় শফিকুলকে দেখতে গেলে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি হলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেন। এতে ১২ বছরের এক কিশোরীর হাত ভেঙে যায়। এ খবর কোনাবাড়ী এলাকায় ছড়ি পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী মিছিল নিয়ে রাস্তা অবরোধ করে রাখে। ’
‘পরে পুলিশ কোনাবাড়ী এলাকায় গিয়ে তাদের ছত্রভঙ্গ করতে ২৭ রাউন্ড গুলি ছুড়ে এবং বাড়ি বাড়ি গিয়ে পুলিশ নারী ও শিশুদের ওপর লাঠিচার্জ করে’বলেও জানান মেয়র রকিবুল হক।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
জিপি