ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে কলম বিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে কলম বিরতি ঝালকাঠিতে এক ঘণ্টা কলম বিরতি কর্মসূচী

ঝালকাঠি: সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নের দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসুচি’র অংশ হিসেবে ঝালকাঠিতে এক ঘণ্টা কলম বিরতি কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

রোববার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), ঝালকাঠি জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

বিএমএসএফ’র সাবেক জেলা সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন, বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিম, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও সাবেক জেলা সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, বিএমএসএফ’র উপদেষ্টা বিশিষ্ট আইনজীবি আ স ম মোস্তাফিজুর রহমান মনু প্রমুখ।

এ সময় বক্তারা সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা বন্ধসহ সকল সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এমএস/এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।