রোববার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), ঝালকাঠি জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
বিএমএসএফ’র সাবেক জেলা সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন, বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিম, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও সাবেক জেলা সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, বিএমএসএফ’র উপদেষ্টা বিশিষ্ট আইনজীবি আ স ম মোস্তাফিজুর রহমান মনু প্রমুখ।
এ সময় বক্তারা সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা বন্ধসহ সকল সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এমএস/এএইচ