ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মেয়ে পালিয়ে বিয়ে করায় মায়ের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
মেয়ে পালিয়ে বিয়ে করায় মায়ের আত্মহত্যা মৃত গৃহবধূ আয়শা বেগমের বাড়িতে লোকজনের ভিড়। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: মেয়ে পালিয়ে বিয়ে করায় তার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আয়শা বেগম (৩৫) নামে এক গৃহবধূ।

রোববার (২ সেপ্টেম্বর) সকালে শোবার ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।  

মৃত গৃহবধূ আয়শা বেগম উপজেলার মহিষখোচা ইউনিয়নের চন্ডিমারী গ্রামের আব্দুস সালামের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী বাংলানিউজকে জানান, তিন মাস আগে আয়শা বেগমের বড় মেয়ে আফরুজা বেগম প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ঈদে মেয়ে-জামাই বাড়ি চলে আসেন। এতে মেয়ের সঙ্গে অভিমান করে গত সপ্তাহে তিনি কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ায় বেঁচে যান তিনি। পরে আবারও তিনি পাশের তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার  চেষ্টা করেন। স্থানীয়রা দেখে ফেলায় সে যাত্রাও বেঁচে যান তিনি।

পরে শনিবার (১ সেপ্টেম্বর) রাতে শোবার ঘরে সবার অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ আয়শা বেগম। সকালে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশ খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।  

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।