রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে ওই এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আলী পৌর এলাকার বাগেরহাটা আনোয়ার হোসেন আনোর ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, সর্দারপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে পচা গন্ধ বের হলে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পরিত্যক্ত ঘরের দরজা ভেঙে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে। এ সময় ওই ঘরের চালের উপরিভাগ কাটা ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করতে এসে বৈদ্যুতিক তারে জড়িয়ে তিন/চারদিন আগে আলীর মৃত্যু হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন দেখে মৃত্যু কারণ জানা যাবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এসআরএস