পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, ঠিক তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।
পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়।
ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে সারা দেশে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হয়। গীতাযজ্ঞ, জন্মাষ্টমীর শোভাযাত্রা, কৃষ্ণপূজা, আলোচনা সভা, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ ইত্যাদির মধ্য দিয়ে উদযাপন করা হয় শ্রীকৃষ্ণজয়ন্তী।
দেশের বিভিন্ন জেলায় ভগবান শ্রীকৃষ্ণের ৫৩৪৪তম জন্মাষ্টমী উদযাপন বিষয়ে বাংলানিউজের করেসপন্ডেন্টদের পাঠানো খবর তুলে ধরা হলো-
বরিশালে
ধর্মীয় উদ্দীপনা আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বরিশালে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। বেলা ১১টায় লাইন রোডের মুখে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, অনাচারের কারণে পৃথিবীতে যখন ভারসাম্য নষ্ট হয়ে ধর্ম, জাতি, বর্ণ ও সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় তখন মহামানবের আবির্ভাব ঘটে। ভগবান শ্রীকৃষ্ণ তেমনি একজন অবতার। যিনি দুষ্টের দমন করে সাধুদের রক্ষা করেছিলেন। আমাদের সমাজেও দুষ্টদের প্রতি খেয়াল রেখে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যেতে সবাইকে সহায়তা করার আহ্বান জানান তিনি।
খাগড়াছড়ি
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। সকালে লক্ষ্মী-নারায়ণ মন্দিরের সামনে থেকে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্দ্যেগে আয়েজিত শোভাযাত্রার উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পাহাড়ে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে শান্তিতে বসবাস করুক একটি কুচক্র মহল তা চায় না। তাই সবাইকে ওই মহল সম্পর্কে সজাগ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
চুয়াডাঙ্গা
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। সকালে হাজারও কৃষ্ণ ভক্তের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের সত্য-নারায়ণ মন্দির চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরআগে শহরের বিভিন্ন মন্ডপ থেকে মিছিল নিয়ে শহরের শহীদ হাসান চত্বর সমবেত হন কৃষ্ণ ভক্তরা।
আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক (ডিসি) জিয়াউদ্দিন আহমেদসহ প্রশাসনিক কর্মকর্তরা।
ব্রাহ্মণবাড়িয়া
ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। সকালে স্থানীয় আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। পরে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মো. ইয়াছিন, সংগঠনের জেলা কমিটির সভাপতি সোমেশ রঞ্জন রায়সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
নওগাঁ
শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী বুঁড়া কালিমাতা পূজা মন্ডপ থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীরা দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য আনন্দ-উচ্ছ্বাসের মাধ্যমে পালন করছে। শ্রী শ্রী বুঁড়া কালিমাতা পূঁজা মন্ডপ প্রাঙ্গণে দিনব্যাপী চলছে জন্মাষ্টমীর নানা আয়োজন।
সাতক্ষীরা
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে বিপুল সংখ্যক কৃষ্ণ ভক্তের অংশগ্রহণে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরআগে শহরের কাটিয়ায় সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উপদেষ্টা কিশোরী মোহন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
বাগেরহাট
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দুপুরে বাগেরহাট শহরের শালতলা এলাকার হরিসভা মন্দিরের সামনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়- সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি অমিত রায়।
আলোচনা সভা শেষে শালতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বৃষ্টির উপেক্ষা করে র্যালিতে হাজার হাজার কৃষ্ণ ভক্ত অংশ নেন।
হবিগঞ্জ
ভগবান জন্মাষ্টমী উপলক্ষে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর জয়পুর শীচঅঙ্গণ ধামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিখ্যাত সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস। এসময় জেলার বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসে জড়ো হন। ধর্মীয় সংগীত ছাড়াও তার অত্যন্ত জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশন করেন। সংগীত অনুষ্ঠানের আগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল কবীর মুরাদ।
ময়মনসিংহ
জেলা প্রশাসন ও সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শহরের দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।
এরআগে দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণে উদযাপন পরিষদের সভাপতি স্বপন সরকারের সভাপতিত্বে ও উৎসব উদযাপন পর্য়দের সদস্য সচিব শংকর সাহার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন, মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায় প্রমুখ।
ঝালকাঠি
জন্মাষ্টমী উপলক্ষে শহরের মদন মোহন ঠাকুরের আখড়া থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মদন মোহন ঠাকুরের আখড়ায় গিয়ে শেষ হয়। এরআগে মদন মোহন ঠাকুরের আখড়ায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন করেন।
মদন মোহন ঠাকুরের আখড়ার সভাপতি অ্যাডভোকেট তপন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক, পুলিশ সুপার (এসপি) মো. জোবায়েদুর রহমান, সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার।
পাবনা
ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে পাবনা জেলার প্রধান মন্দির শ্রী শ্রী জয়কালীবাড়ী প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ভক্তোদের নানা আয়োজনে আর রঙ্গিন সাজে সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে আলোচনাসভায় বক্তব্য রাখেন- পাবনা জেলা প্রশাসক (ডিসি) মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার (এসপি) রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু চন্দন কুমার ঠাকুর প্রমুখ।
এছাড়া পাবনা ভাঙ্গুড়া, সুজানগড়, ঈশ্বরদী ও চাটমোহরেও ভিন্ন ভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
এছাড়াও টাঙ্গাইল, মুগুরা, জয়পুরহাট, ভোলা, রাঙামাটিসহ দেশে বিভিন্ন জেলায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
জিপি