ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

তথ্য-প্রযুক্তি ব্যবহারে ২ দেশের অভিজ্ঞতা নেবে বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
তথ্য-প্রযুক্তি ব্যবহারে ২ দেশের অভিজ্ঞতা নেবে বাংলাদেশ বাংলাদেশ সচিবালয়

ঢাকা: নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে সরকারের নীতি নির্ধারণ ও সেবা কার্যক্রম জোরদার করতে ইউরোপের দু’টি দেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার। এ লক্ষ্যে সুইডেন ও এস্তোনিয়ায় প্রতিনিধি পাঠাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তাবনায় বলা হয়েছে, প্রত্যেক রাষ্ট্রের নাগরিকের জীবনের বিশেষ ঘটনা যেমন- জন্ম, মৃত্যু, মৃত্যুর কারণ, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, বিবাহ ও বিবাহ বিচ্ছেদ ইত্যাদি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন ও রেকর্ড করা এবং সেই নিবন্ধিত তথ্য-উপাত্ত দিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রস্তুত করার সমন্বিত প্রক্রিয়াটি সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) হিসেবে পরিচিত।
 
প্রস্তাবনায় আরো বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে ব্লুমবার্গ ডাটা ফর হেলথ ইনিশিয়েটিভের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ এবং আওতাধীন অধিদফতর/সংস্থার সহায়তায় টেকনিক্যাল সাপোর্ট ফর সিআরভিএস সিস্টেম ইমপ্রুভমেন্ট ইন বাংলাদেশ (ফেজ-২) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।


 
এ প্রকল্প থেকে সাতজন সরকারি কর্মকর্তার জন্য চলতি মাসে ইউরোপের এস্তেনিয়া ও সুইডেনে একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে এস্তোনিয়া ইনস্টিটিউট ফর পপুলেশন স্ট্যাডিজ ইউনিভার্সিটি থেকে সম্মতিপত্র পাঠানো হয়েছে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
 
প্রস্তাবনায় বলা হয়েছে, এস্তোনিয়া ও সুইডেন যথাক্রমে ১৯৪০ এবং ১৯৬০ সাল থেকে নাগরিক নিবন্ধনের কাজ করে আসছে। বর্তমানে তথ্য প্রযুক্তির ব্যবহারে ও নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করে দেশ দু’টি ‍সুনাম অর্জন করেছে।
 
‘দেশ দু’টি কীভাবে এ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে, সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রম ও সেবা সহজতর করেছে এবং নাগরিক অধিকার নিশ্চিত করেছে সে বিষয়ে জ্ঞান অর্জন করে বাংলাদেশে এ কার্যক্রম জোরদার করা সহজতর হবে। ’
 
কর্মকর্তারা বলছেন, প্রস্তাবিত কার্যক্রম কার্যকরভাবে প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানো প্রয়োজন।
 
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব একে মহিউদ্দিন আহমেদ, যুগ্ম-সচিব মো. খলিলুর রহমান, উপ-সচিব মো. রেজাউল ইসলাম, মো. আশরাফুল আমিন মুকুট ও এইচএম নুরুল ইসলাম, পরিসংখ্যান ব্যুরোর যুগ্ম-পরিচালক একেএম আশরাফুল হক এবং স্থানীয় সরকারের (গাজীপুর) উপ-পরিচালক জামিল আহমেদ প্রতিনিধি দলে আছেন।
 
মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তাবনায় আরো বলা হয়েছে, এ শিক্ষা সফরের মাধ্যমে সিআরভিএসের গুরুত্ব, বৈশ্বিক চিত্র, স্থানীয় সরকার ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা, বেসরকারি সংস্থা ভূমিকা, নিবন্ধন কার্যক্রম, তথ্য সংরক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা, নাগরিক সেবা সহজীকরণ, সামগ্রিক কার্যক্রমের সুবিধা-অসুবিধা সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা সম্ভব হবে।
 
আর যাতায়াত ও সংশ্লিষ্ট খরচ মন্ত্রিপরিষদ বিভাগ বাস্তবায়নাধীন টেকনিক্যাল সাপোর্ট ফর সিআরভিএস সিস্টেম ইমপ্রুভমেন্ট ইন বালাদেশ (ফেজ-২) প্রকল্পের ২০১৮-১৯ অর্থবছরে প্রশিক্ষণ খাত থেকে ২৫ লাখ টাকা সংস্থান করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।