ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি সচল বিদেশি এসএমসি (সাবমেশিন কারবাইন) অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এতে কোনো গুলি ছিল না।

রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া বাড়িমজলিশ কবরস্থানের পাশে বালুর মাঠ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।  

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বালুর মাঠে মাটির নিচে পুতে রাখা পলিথিনে মোড়ানো অবস্থায় ২১ ইঞ্চি লম্বা বাটসহ অস্ত্রটি উদ্ধার করা হয়।

এটি অনেক পুরাতন। অস্ত্রটিতে এসএমসি লেখা থাকলেও কোন দেশের তৈরি সেটা ছিল না। ধারণা করা হচ্ছে এটি বিদেশি অস্ত্র।

এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। এছাড়াও আরও অস্ত্র আছে কিনা তল্লাশি করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।