রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর রমজানপুর এলাকায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ ইসলামিক মিশন হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
সিরতা ময়মনসিংহ ইসলামিক মিশন হাসপাতাল প্রকল্পের অধীনে এ হাসপাতালটি নির্মাণ করা হবে বলে প্রকল্প পরিচালক এ কে এম বদরুল আহসান জানান।
হাসপাতালটির নির্মাণ প্রকল্পে ৩৮ কোটি টাকা ব্যয় হবে এবং ২ বছরের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলেও তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন- ইসলামিক মিশন হাসপাতালের প্রধান ডা. মো. হারুন অর রশিদ, মাদারীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু সালে মো. ফিরোজ, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটকসহ অন্যরা।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
আরএ