ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কোনো শক্তিই দেশের অগ্রযাত্রা স্তব্ধ করতে পারবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
কোনো শক্তিই দেশের অগ্রযাত্রা স্তব্ধ করতে পারবে না জন্মাষ্টমীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাঈদ খোকন/ছবি: বাংলানিউজ

ঢাকা: এদেশের মানুষ অস্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। এখানে ধর্ম-বর্ণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবে না। আর কোনো বিভেদ, রাজনৈতিক শক্তি, ষড়যন্ত্রকারী, স্বাধীনতাবিরোধী শক্তিই বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

রোববার (২ সেপ্টেম্বর) পলাশীর মোড়ে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্বক জনসভায় উদ্বোধক হিসেবে একথা বলেন মেয়র সাঈদ খোকন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বক্তব্য রাখেন।

এছাড়া ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও সনাতন আয়োজক কমিটির নেতারা বক্তব্য রাখেন। তবে শারীরিক অসুস্থতার কারণে কথা বলতে না পারায় স্থানীয় সংসদ সদস্য হাজি মো. সেলিম জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান।
 
সাঈদ খোকন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে অর্থনৈতিক মুক্তির সংগ্রামে এগিয়ে যাচ্ছে। আজ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে যেমন সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে উৎসব পালন করছেন, ঠিক তেমনি আমরা ঈদের সময় সবাই মিলে ঐক্যবদ্ধভাবে উৎসব করেছি। আমরা সবাই একসঙ্গে যার যার ধর্ম পালন করবো এটাই বঙ্গবন্ধুর শিক্ষা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ।
 
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী প্রায়ই বলেন ধর্ম যার যার উৎসব সবার। আমরা তার এ বক্তব্যকে ধারণ ও লালন করে এগিয়ে যাবো। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।  
 
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না। যারা সাম্প্রদায়িক, সামাজিক, রাজনৈতিক সম্প্রতিকে বিনষ্ট করার প্রচেষ্টা করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। যারা অবিশ্বাস্য, দূরন্ত গতিতে চলমান, ধাবমান উন্নয়ন অগ্রযাত্রার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে হবে।
 
ডিএমপি কমিশনার বলেন, নিরাপদ সড়ক, ছাত্র আন্দোলন বিভিন্ন আন্দোলনে সংগ্রামে স্বার্থান্বেষী মহল ঘোলা জলে মাছ শিকার করার জন্য মিথ্যা অপপ্রচার, মিথ্যা প্রপাগাণ্ডা করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সবাই সোচ্চার হোন।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।