রোববার (২ সেপ্টেম্বর) ভোরে হ্যান্ডকাপ পড়া অবস্থায় পালিয়ে যায় আসামি জাহিদুল।
জানা গেছে, শনিবার রাতে জেলার জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জাহিদুলকে একটি কাটা রাইফেলসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা গোয়েন্দা কার্যালয়ের একটি কক্ষে আটক থাকা অবস্থায় হ্যান্ডকাপ পরিহিত জাহিদুল ভোরে কৌশলে পালিয়ে যায়।
রোববার দুপুরে ঘটনাটি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয় জেলা জুড়ে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মহিদুল, মাসুদ ও মাহমুদুল হাসান নামে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে ডাকাত সর্দার জাহিদুলকে গ্রেফতারে পুলিশের বেশ কয়েকটি টিম অভিযান চালাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
আরএ