ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬, তদন্ত কমিটি গঠন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬, তদন্ত কমিটি গঠন দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে বিআরটিসি’র বাসটি

রংপুর: রংপুরের সিও বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-নারীসহ নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২৫ জন।

রোববার (০২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকের ওই দুর্ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন রংপুরের জেলা প্রশাসক। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

 

এছাড়াও দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা অনুদান দেওয়া হয়েছে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১২টার দিকে সিও বাজার বিডিআর ক্যাম্পের বিপরীতে সালেহীন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপর অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসের (বগুড়া-ব-১১-০০২৬) সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী গেটলক বাসের (রংপুর-জ-০৪-০০২৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন নিহত হন। এ ঘটনায় দুই বাসের আরও প্রায় ২৫ জন আহত হন।  

নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক বর্মন গ্রামের রুবেল হোসেনের স্ত্রী রোকসানা (২০), নীলফামারী জেলার সৈয়দপুরের বোতলাগাড়ী গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী অমিজন (৪৫), পঞ্চগড়ের শাহীন মিয়া (১২), ঠাকুরগাঁও জেলার ভুল্লী এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে আব্দুর রহমান (৭০), নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়নখাল গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী নুরবানু (৪৫) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট গ্রামের মামুন মিয়ার স্ত্রী সুমি আক্তার (২২)। এদের মধ্যে শাহীন ও সুমি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।  

খবর পেয়ে স্থানীয়দের সহেযাগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রশিদুল মান্নাফ কবিরকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) আবু মারুফ হোসেন ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু রাফা মো. আরিফ।

আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা অনুদান ও আহতদের চিকিৎসার বিষয়ে সহায়তা দেওয়া হচ্ছে।  

রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহীনুর রহমান সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় আহত ২৫ জনকে ভর্তি করা হয়েছে। ৪টি ওয়ার্ডে আহতদের চিকিৎসা চলছে। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশংকাজনক।  

এ বিষয়ে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ বাংলানিউজকে বলেন, ঘটনার পর থেকে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। আহতদের সুচিকিৎসায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে। ঘাতক ড্রাইভার ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।  

রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব সাংবাদিকদের জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা অনুদান দেওয়া ও আহতদের চিকিৎসার বিষয়ে সহায়তা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।