রোববার (২ সেপ্টেম্বর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়, রুনা লায়লার নির্যাতনের ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, সৌদি আরবে নারী গৃহকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস প্রতিজ্ঞাবদ্ধ এবং যে কোনো কর্মচারীর অনভিপ্রেত কর্মকাণ্ডের ব্যাপারে জিরো টলারেন্স নীতি প্রদর্শন করবে দূতাবাস। বাংলাদেশি গৃহকর্মীদের জন্য গঠিত দূতাবাসের সেফ হাউজ সিসি টিভি দ্বারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হয়।
গত মঙ্গলবার রুনা লায়লা নামে একজন গৃহকর্মী ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কয়েকজন কর্মচারীর নামে শারীরিক নির্যাতনের অভিযোগ করেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলাও হয়েছে। পুলিশ মামলাটি তদন্ত করছে। এ পরিপ্রেক্ষিতে দূতাবাস থেকে দু’জন কর্মচারীকে সামরিক বরখাস্ত করা হলো।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
টিআর/এএ