ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রিয়াদ দূতাবাসের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
রিয়াদ দূতাবাসের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত রিয়াদের বাংলাদেশ দূতাবাস

ঢাকা: সৌদি আরব থেকে ফেরত গৃহকর্মী রুনা লায়লার নির্যাতনের সংবাদের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের দু’জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিগত কয়েকদিনের বিভিন্ন জাতীয় ও অনলাইন নিউজ পোর্টালে এ সংক্রান্ত প্রকাশিত সংবাদ দূতাবাস অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে এ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।

রোববার (২ সেপ্টেম্বর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, রুনা লায়লার নির্যাতনের ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে চাকরি থেকে চূড়ান্ত অপসারণসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, সৌদি আরবে নারী গৃহকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস প্রতিজ্ঞাবদ্ধ এবং যে কোনো কর্মচারীর অনভিপ্রেত কর্মকাণ্ডের ব্যাপারে জিরো টলারেন্স নীতি প্রদর্শন করবে দূতাবাস। বাংলাদেশি গৃহকর্মীদের জন্য গঠিত দূতাবাসের সেফ হাউজ সিসি টিভি দ্বারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হয়।  

গত মঙ্গলবার রুনা লায়লা নামে একজন গৃহকর্মী ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কয়েকজন কর্মচারীর নামে শারীরিক নির্যাতনের অভিযোগ  করেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলাও হয়েছে। পুলিশ মামলাটি তদন্ত করছে। এ পরিপ্রেক্ষিতে দূতাবাস থেকে দু’জন কর্মচারীকে সামরিক বরখাস্ত করা হলো।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।