ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

জেএসডি নেতা মাহমুদ স্বপনের ব‍াবা আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
জেএসডি নেতা মাহমুদ স্বপনের ব‍াবা আর নেই

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনরে বাবা মো. আব্দুল মজিদ ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

বাধ্যক্য জনিত কারণে রোববার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শান্তিনগরে নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

 

গত ১ মাস যাবত আব্দুল মজিদ বারডেম হাসপাতালে চিকিৎসারত ছিলেন। তবে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নিয়ে আসা হয়। রোববার বিকেলে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঁইয়ার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।  

আব্দুল মজিদের মৃত্যুতে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব শোক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এমআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।