মামলার তদন্তকারী কর্মকর্তা পাবনা ডিবি (ওসি) অরবিন্দ সরকার বাংলানিউজকে জানান, আদালতের মাধ্যমে বৃহস্পতিবার রিমান্ডের আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। ৩১ আগস্ট বিকেল ৫টা থেকে রিমান্ড শুরু হয়ে রোববার তিনদিনের রিমান্ড শেষ হয়েছে।
এর আগে বৃহস্পতিবার মামলার অধিকতর তদন্তের জন্য আবুল হোসেনকে পাবনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০৫ এর আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক রাশেদ হোসাইন তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে পাবনা শহরের রাধানগর মহল্লায় বাসার গেটের সামনে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্না আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বুত্তরা।
ঘটনার পরদিন বুধবার নিহত সাংবাদিকের মা মজির্না বেগম বাদী হয়ে সুবর্না নদীর সাবেক শ্বশুর ও স্বামীসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ওইদিন দুপুরে পুলিশ অভিযান চালিয়ে আবুল হোসেনকে গ্রেফতার করে।
তবে এই রিমান্ড চলাকালে আবুল হোসেনের স্ত্রী ও মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
মামলার অন্যতম আসামী নদীর সাবেক স্বামী রাজীব হোসেনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নদী হত্যার মামলাটি তদন্তের জন্য পাবনা ডিবি পুলিশের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, এই তিনদিনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের হাতে এসেছে। মামলার অন্যতম আসামিসহ যারা এখনো পালিয়ে আছে তাদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে হত্যাকাণ্ডের মূল রহস্য সবাই জানতে পারবে।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
আরএ