ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মতিঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় পাঠাও চালকসহ নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
মতিঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় পাঠাও চালকসহ নিহত ২

ঢাকা: রাজধানীর মতিঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় পাঠাও চালকসহ দুই জন নিহত হয়েছেন।

রোববার (০২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মতিঝিল সড়ক ভবনের পূর্বপাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাঠাও চালক রিপন সিকদার  (৩১) ও আরোহী জানে আলম গাজী (৩০)।

 

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছে পুলিশ। দুর্ঘটনার শিকার মোটরসাইকলেটি ভাড়ায় চালিত (পাঠাও)। জানতে পেরেছি, একটি লরি মোটরসাইকলটিকে চাপা দিয়ে পালিয়ে গেছে।  

নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।