আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (০২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম-চিলমারী সড়কের উলিপুর হ্যালিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহেদুর উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের খামার বজরা গ্রামের ফুল মিয়ার ছেলে।
নিহতের শ্যালক নয়া মিয়া ও স্থানীয় সূত্র জানায়, সাহেদুর রহমান কুড়িগ্রাম থেকে নতুন রিকশা কিনে বাড়ি ফিরছিল। এসময় উলিপুরের হেলিপ্যাড এলাকায় বিপরীত দিকে থেকে আসা বালু ভর্তি ট্রাক্টর কুড়িগ্রামগামী একটি নাইট কোচকে ওভারটেক করার সময় রিকশাটিকে ধাক্কা দেয়।
এসময় রিকশায় বসা সাহেদুল রহমান ছিটকে পড়ে ট্রাক্টরের চাকার নিচে পড়ে পিষ্ট হয়। দ্রুত উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসময় রিকশার পেছনে থাকা একটি মোটরসাইকেলকেও ট্রাক্টরটি ধাক্কা দিলে চাকার নিচে পড়ে তা দুমড়ে মুচড়ে মির্জা হাফিজ (২৭) ও আকতারুল ইসলাম নান্নু (২৭) নামে ২ জন গুরুতর আহত হয়। আহতদের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
আহত মির্জা হাফিজ উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের কিসামত মালতিবাড়ি গ্রামের নুরল ইসলামের ছেলে ও আকতারুল ইসলাম নান্নু একই ইউনিয়নের লাঠিরখামার গ্রামের জহুরুল হকের ছেলে।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) রফিকুল ইসলাম সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। অপর আহত ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এফইএস/এসএইচ