ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সোমবার থেকে ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
সোমবার থেকে ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু ১০ টাকা দরে চাল বিক্রি শুরু সোমবার

ঢাকা: সারা দেশে ১০ টাকা কেজি চাল বিক্রির কার্যক্রম সোমবার (৩ সেপ্টেম্বর) থেকে  শুরু হচ্ছে। দেশের ৫০ লাখ পরিবারের মধ্যে এ চাল বিক্রি হবে।

১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিষয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন, ১ সেপ্টেম্বর থেকে এ চাল বিক্রির কথা থাকলেও সাপ্তাহিক ও সরকারি ছুটিসহ ৩ দিন বন্ধ থাকায় তা শুরু করা সম্ভব হয়নি। সোমবার (৩ সেপ্টেম্বর) থেকে এ কার্যক্রম শুরু হবে।

 

চাল বিক্রির জন্য সারা দেশে ইতোমধ্যেই  ৫০ লাখ কার্ড দেওয়া হয়েছে। কার্ডধারী ব্যক্তিদের মধ্যে ভর্তুকি মূল্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিক্রি করা হবে। দেশের ৬৪ জেলার ৫০ লাখ দরিদ্র্য মানুষ বছরে পাঁচ মাসের জন্য এ কর্মসূচির সুফল পেয়ে আসছেন।  

সূত্র জানায়, ২০১৬ সাল থেকে পরিবার প্রতি ৫ জন হিসেবে প্রায় আড়াই কোটি মানুষ বছরের ৫ মাস এ সুবিধা পেয়ে আসছেন। নীতিমালা অনুযায়ী প্রতি বছর মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর-অক্টোবর ও নভেম্বর এ ৫ মাস ৫০ লাখ হতদরিদ্র্য পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
টিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।