রোববার (০২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের বিরিঞ্চি এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-০৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একাধিক মামলার আসামি সোহলে বিরিঞ্চ এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোহেলের বিরুদ্ধে ফেনী সদর থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এসএইচডি /এসএইচ