ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে অস্ত্র- ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
ফেনীতে অস্ত্র- ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক র‌্যাবের হাতে আটক ডাইল সোহেল/ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীতে মনোয়ার হোসেন সোহেল ওরফে ডাইল সোহেল (৩৪) নামে এক মাদক বিক্রেতাকে ইয়াবা ও অস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (০২ সেপ্টেম্বর)  রাত ৮টার দিকে শহরের বিরিঞ্চি এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-০৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একাধিক মামলার আসামি সোহলে বিরিঞ্চ এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোহেলের বিরুদ্ধে ফেনী সদর থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এসএইচডি /এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।