ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা গণহত্যা নিয়ে সোমবার লন্ডনে সেমিনার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
রোহিঙ্গা গণহত্যা নিয়ে সোমবার লন্ডনে সেমিনার রোহিঙ্গা গণহত্যা নিয়ে লন্ডনে সেমিনার

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যা নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে সোমবার ( ০৩ সেপ্টেম্বর) সেমিনারের আয়োজন করা হয়েছে। জাস্টিস ফর রোহিঙ্গা মাইনরিটি (জেএফআরএম) এ সেমিনারের আয়োজন করেছে।

লন্ডনভিত্তিক সংস্থা জিএফআরএম জানিয়েছে, সোমবার বিকেলে লন্ডনের সেন্ট এখেলবার্গস সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিক-লেখক পিটার ওবর্ন, যুক্তরাজ্যের পার্লামেন্ট এমপি ক্যাথেরিন ওয়েস্ট, সাংবাদিক রিসার্ড কক্ট, মানবাধিকার কর্মী মার্ক ফারমানার, অধ্যাপক এস সাইদ প্রমুখ বক্তব্য রাখবেন।

সেমিনারে বক্তারা রোহিঙ্গা গণহত্যার প্রভাব ও বর্তমান সংকট সমাধানে করণীয় নিয়ে আলোচনা করবেন।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
টিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।