ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শঙ্কামুক্ত নয় বখাটের ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী তুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
শঙ্কামুক্ত নয় বখাটের ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী তুলি ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রী তুলি/

পটুয়াখালী: প্রেম প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় বখাটের ছুরিকাঘাতে আহত পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী তুলি আক্তার (১৪) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

তাকে হাসপাতালের ‘পোস্ট অপারেটিভ’ ওয়ার্ডে রেখেই চিকিৎসকদের সার্বক্ষণিক তদরকি করছেন।

তুলির বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম চিকিৎসকের বরাত দিয়ে রোববার জানান, ছুরিকাঘাতে তুলির খাদ্যনালীতে অনেকগুলো ছিদ্র হয়ে গেছে।

কয়েকটি রক্তনালী কাটা পড়েছে। এসব ক্ষত স্বাভাবিক হতে সময় লাগবে।

অপরদিকে দরিদ্র্য পরিবারের মেয়ে হওয়ায় তুলির চিকিৎসার জন্য কলাপাড়া পৌরশহর এবং তার নিজ ইউনিয়নে সচেতন মহল প্রতিনিধিরা আর্থিক সহায়তা সংগ্রহ করছেন।  

তুলি ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রোববার সকালে পুলিশের উদ্যোগে স্থানীয় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে নিয়ে ধুলাসার আলহাজ জালাল উদ্দিন কলেজ মিলনায়তনে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

তুলি ওপর হামলার ঘটনার বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত বেশকিছু আলামতও জব্দ করা হয়েছে। সহযোগী রনি গাজীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ধুলাসার ইউনিয়নের পশ্চিম ধুলাসার গ্রামের দিনমজুর নিজাম উদ্দিন হাওলাদারের চার সন্তানের মধ্যে দ্বিতীয় মেয়ে তুলি আক্তারকে দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের পূর্বধুলাসার গ্রামের দিনমজুর সোলায়মান মিয়ার ছেলে মো. নাঈম হোসেন প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। প্রেমে সাড়া না দেওয়ায় শনিবার (০১ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় চত্বরে বসে অপর সহযোগী ধুলাসারের সোহাগ গাজীর ছেলে রনি গাজীকে সঙ্গে নিয়ে তুলির উপর সশস্ত্র হামলা চালায়। তুলির অস্বাভাবিক রক্তক্ষরণ দেখে সহযোগী রনি গাজী হোন্ডাসহ পালিয়ে যায়। তাৎক্ষণিক সহপাঠীরা নাঈমকে পাকড়াও করে পুলিশে দেয়। পরে তুলিকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।