রোববার (০২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শিবগঞ্জে সোনারগাঁও কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুস্তুম সিলেটের বেসরকারি লিডিং ইউনিভার্সিটির অফিস সহকারী ও নগরীর শামীমাবাদ এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনারগাঁও এলাকার একটি ওয়ার্কশপে মোটর সাইকেল মেরামত করতে যান রুস্তুম। এমন সময় হেঁটে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন রুস্তুম। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায়ন তিনি মারা যান।
মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর মাইক্রোবাসটিসহ চালককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেন জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এনইউ/এসএইচ