সোমবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঠিকাদার প্রতিষ্ঠান ‘মীর আকতার হোসেন লিমিটেড’র এক্সিকিউটিভ ডাইরেক্টর প্রকৌশলী মো. জহিরুল ইসলাম (৫০), ঢাকা ওয়াসার সার্ভেয়ার নুরুন্নবী (৩৮) ও গাড়ির চালক খলিল (৪৮)।
তিনজনেরই মরদেহ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহতদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বাংলানিউজকে জানান, ওই পিকআপ ভ্যানটি ঢাকায় যাচ্ছিল। কিন্তু দ্রুতগতিতে আসতে থাকা সে গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেকটি গাড়ির পেছনে হঠাৎ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি থানায় আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
ওএফ/এইচএ/