ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
সাভারে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ নিহত ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকার সাভারে একটি পিকআপ ভ্যান দুর্ঘটনায় একজন প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।

সোমবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠিকাদার প্রতিষ্ঠান ‘মীর আকতার হোসেন লিমিটেড’র এক্সিকিউটিভ ডাইরেক্টর প্রকৌশলী মো. জহিরুল ইসলাম (৫০), ঢাকা ওয়াসার সার্ভেয়ার নুরুন্নবী (৩৮) ও গাড়ির চালক খলিল (৪৮)।

 

তিনজনেরই মরদেহ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহতদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বাংলানিউজকে জানান, ওই পিকআপ ভ্যানটি ঢাকায় যাচ্ছিল। কিন্তু দ্রুতগতিতে আসতে থাকা সে গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেকটি গাড়ির পেছনে হঠাৎ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি থানায় আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
ওএফ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।