রোববার (২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আমবাগ পশ্চিমপাড়া এলাকায় ইউনুছ আলীর ঝুটগুদামে আগুন লাগে। একপর্যায়ে আগুন পাশের জাহাঙ্গীর আলম, নূর ইসলাম ও শাহ আলমের ঝুটগুদামে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে যায়। পরে সকাল ৭টা পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
আগুনে ঝুট ও গুদাম ঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলেও জানান জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকারিয়া খান।
বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর, ০৩ ২০১৮
আরএস/জিপি