ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

মেহেরপুর: পুলিশের চলমান বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১৭ জন আসামিকে গ্রেফতার করেছে মেহেরপুর পুলিশ। এরমধ্যে সদর থানা পুলিশ আটজনকে, গাংনী থানা পুলিশ সাতজনকে ও মুজিবনগর থানা পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের কন্ট্রোলরুম থেকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

গ্রেফতারদের মধ্যে সবাই জিআর, সিআর ও নিয়মিত মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি বলে জানা যায়।

পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমানের নির্দেশে সদর, গাংনী ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একাধিক টিম রোববার (২ সেপ্টেম্বর) দিনগত রাতভর জেলার বিভিন্ন স্থান থেকে এসব আসামিদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেফতারদের আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কন্ট্রোলরুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।