সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার (২ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জিআর মামলায় ২৮ জন ও সিআর মামলায় ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
কেএসএইচ/আরবি/