রোববার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে নরসিংদীর পাঁচদোনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গাড়িটি থামিয়ে এতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের যাত্রীবাহী ওই বাস তল্লাশি করে ১২০টি স্বর্ণের বারসহ ৬ চোরাকারবারীকে আটক করা হয়। প্রায় ১৪ কেজি ওজনের এ স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৬ কোটি টাকা।
সোমবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এএসপি মিজানুর।
বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
পিএম/এইচএ/