সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সেনবাগের মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের ইমাম উদ্দিনের স্ত্রী ফিরোজা খানম (৫৮), তার ছেলে মোহন খান (৩০) ও দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা সিএনজি চালক আবু তাহের (২৭)।
আহতরা হলেন- নিহত মোহন খানের স্ত্রী বিবি মর্জিনা আক্তার (২৬) তার সাত বছরের ছেলে মিরাজ খান ও পিকআপ ভ্যান যাত্রী মো. মাসুদ (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শশুর বাড়ি সেনবাগের ছমির মুন্সির হাট থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন মোহন খান ও তার পরিবারের লোকজন। পথে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় পৌঁছলে ফেনী থেকে ছেড়ে আসা একটি মালবাহী পিকআপ ভ্যান ওই সিএনজিকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজি চালকসহ ৫ জন ও পিকআপ ভ্যানের এক যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মোহন খান, ফিরোজা খানম এবং আবু তাহেরের মৃত্যু হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ফজলে রাব্বি বাংলানিউজক বলেন, দুর্ঘটনায় তিনজনকে মৃতভেবে হাসপাতালের মর্গে আনা হয়। তবে এরমধ্যে নিহত মোহনের সাত বছরের ছেলে মিরাজ আশঙ্কাজনক অবস্থায় এখনো বেঁচে আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হবে।
চৌমুহনী হাইওয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহজাহান খান ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে বলেন, সিএনজি-পিকআপ সংঘর্ষে চালকসহ তিন জন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮/আপডেট সময়: ১৩১৫ ঘণ্টা
জিপি