ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রমা চৌধুরীর মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
রমা চৌধুরীর মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক রমা চৌধুরী

ঢাকা: মহান মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা, লেখিকা ও কথা সাহিত্যিক রমা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

‘একাত্তরের জননী’ খ্যাত বীরাঙ্গনা রমা চৌধুরী সোমবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
এক শোক বিবৃতিতে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, মহান মুক্তিযুদ্ধে তার অবদান ও ত্যাগ জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।


 
প্রতিমন্ত্রী রমা চৌধুরীর পারলৌকিক সদগতি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।                    
 
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এমআইএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।