সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় হোয়াইক্যংয়ের চাকমারকুলের পারিয়াপাড়ার পাহাড়ের ভেতর থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের রোহিঙ্গা ক্যাম্পে স্থাপিত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধার হওয়া আহত রোহিঙ্গারা হলেন-বালুখালী ক্যাম্পের সাইদ হোসেনের ছেলে নুর আলম (৪৫), কুতুপালং ‘ডি’ ব্লকের জামাল মোস্তাফার ছেলে মো. খালেক (২২) ও ‘ই’ ব্লকের আবদুল গাফ্ফার মো. আনোয়ার (৩৩)। খালেকের বাবা জামাল মোস্তাফাসহ এখনও তিনজন নিখোঁজ রয়েছেন।
টেকনাফের হোয়াইক্যং পুলিশ চৌকির কর্মকর্তা (এসআই) দীপংকর কর্মকার বলেন, রাখালদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড় থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে। গলায় জখম অবস্থায় উদ্ধার হওয়াদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।
তিনি বলেন, তাদের কে বা কারা হত্যার চেষ্টা করছিল সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে রাত ২টায় তাদের অপহরণ করে হোয়াইক্যং পাহাড়ে আনা হয়। তবে কি কারণে তাদের অপহরণ করা হয়েছিল জানা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া তিনজনকে উখিয়ার কুতুপালংয়ের আন্তর্জাতিক সংস্থা মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) হাসপাতাল ও মালয়েশিয়ান হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮/আপডেট: ১২৪৫ ঘণ্টা
আরআর