ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯ সড়ক দুর্ঘটনা

ঢাকা: সাভার, গাজীপুর, নোয়াখালী ও লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (২ সেপ্টেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। বাংলানিউজের ডিস্ট্রিক্ট ও স্টাফ করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

ঢাকা
সাভারে ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় একটি পিকআপ ভ্যান দুর্ঘটনায় একজন প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও দু’জন।

নিহতরা হলেন- ঠিকাদার প্রতিষ্ঠান ‘মীর আকতার হোসেন লিমিটেড’র এক্সিকিউটিভ ডাইরেক্টর প্রকৌশলী মো. জহিরুল ইসলাম (৫০), ঢাকা ওয়াসার সার্ভেয়ার নুরুন্নবী (৩৮) ও গাড়ির চালক খলিল (৪৮)।  

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনেরই মরদেহ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহতদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালী
সেনবাগ উপজেলার সকাল পৌনে ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথায় পিকআপ ভ্যানের ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন- ওই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের ইমান আলীর স্ত্রী ফিরোজা বেগম এবং তার ছেলে মোহন। নিহত সিএনজি চালকের নাম-পরিচয় জানা যায়নি।  

হাইওয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহজাহান খান ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি করেছেন।

গাজীপুর
গাজীপুর সিটি কপোরেশনের (জিসিসি) জিরানী এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিরাঞ্জন সরকার (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবা সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

লালমনিরহাট
আদিতমারী উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী বিদ্যুৎ সাব স্টেশন এলাকায় ট্রাকের ধাক্কায় আলমগীর হোসেন (১৮) ও অটোচালক আব্দুল খালেক (৩৫) নামে দু'জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটোরিকশার পাঁচ যাত্রী।

আহতরা হলেন- আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি গ্রামের শিবরামের মেয়ে মুক্তা রানী (২৪), মহিষাশ্বর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে প্রাণেস্বর রায় (৪০) ও তার ভাই রতুল চন্দ্র (৩৫), একই উপজেলার মহিষখোচা গ্রামের আলম মিয়ার স্ত্রী আরফিনা বেগম (৩০) ও কালীগঞ্জ উপজেলার দুহুলী গ্রামের জুয়েল মিয়া (১৮)।  

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।