সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্যু হয়। নিহত নয়ন মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের সেলিম খানের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী নয়নকে চিকিৎসার জন্য শুক্রবার সকালে রাজৈর উপজেলার শ্যামপুর এলাকার কবিরাজ রবি ফকিরের বাড়িতে নিয়ে যায় তার পরিবার। এসময় কবিরাজ লাঠি দিয়ে বেদম মারধর করে নয়নকে। মারধরের মাধ্যমেই এই চিকিৎসা দেওয়া হয় বলে কবিরাজ তার পরিবারকে বলেন। পরে সেখান থেকে পরিবারের লোকজন নয়নকে বাড়িতে নিয়ে আসেন।
বাড়িতে আসার পরে নয়নের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে রোববার সকালে একপর্যায়ে নয়ন অচেতন হয়ে পড়লে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্যু হয়। কবিরাজের ভুল চিকিৎসার কারণেই নয়নের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।
মাদারীপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. আবু সফর বাংলানিউজকে জানান, ছেলেটির শরীরে অনেক জ্বর ছিল, আমরা সাধ্যমত চেষ্টা করেছি। কিন্তু সোমবার সকালে মারা যায় সে।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ৩ সেপ্টেম্বর ২০১৮
আরএ