ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ডিআরইউ’র সাবেক সভাপতি মোস্তাক হোসেন মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
ডিআরইউ’র সাবেক সভাপতি মোস্তাক হোসেন মারা গেছেন

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাকের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোস্তাক হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

তার বয়স হয়েছিল ৬৭ বছর।

স্ত্রী, এক পুত্র ও কন্যা এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এ সাংবাদিক।  মোস্তাক হোসেন জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নেরও সদস্য ছিলেন।

তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। এর আগে বৃহস্পতিবার (৩০ আগস্ট) ডায়ালাইসিস করে তিনি বাসায় ফেরেন। কিন্তু শুক্রবার (৩১ আগস্ট) শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে হৃদরোগ হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়।

সোমবার বাদ যোহর ডিআরইউ চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

​ল’ রিপোর্টার্স ফোরামের শোক
সাংবাদিক মোস্তাক হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সাঈদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক হাসান জাবেদের দেওয়া এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।