সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে নগরের চাঁদেরহাট পূর্ব গিলাবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মজমুল ওই এলাকার কৃষক আব্দুর রহমানের ছেলে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা পূর্ব গিলাবাড়ি এলাকায় একটি ধানক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
আরবি/