ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালের নতুন বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
বরিশালের নতুন বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

বরিশাল: বিভাগীয় পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে বরিশাল সার্কিট হাউজের সেমিনার রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, আমি কোনো টেকনিক্যাল ফর্মুলা বুঝি না।

আমি কাজে বিশ্বাসী। আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন, সেইসময়ে আমরা যাতে কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেই লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সবাইকে কাজের মধ্য দিয়ে নিজেকে একজন দেশপ্রেমিক কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে হবে।

বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, র‍্যাব ৮-এর অধিনায়ক আতিকা ইসলাম (অতিরিক্ত ডিআইজি), বরিশাল ডিজিএফআই’র পরিচালক কর্নেল জিএম শরিফুল ইসলাম, বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার হাবিবুর রহমান, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেনসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।